5 April, 2025

BY- Aajtak Bangla

এই ৭ জায়গায় মুখে কুলুপ আঁটুন, টিপস দিলেন নিত্যানন্দ চরণ দাস

ইসকনের মোটিভেশনল আধ্যাত্মিক গুরু নিত্যানন্দ চরণ দাস এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।

নিত্যানন্দ চরণ দাসের বলা সব কথা জীবনে চলার পথে খুবই জরুরি।

সেরকমই নিত্যানন্দ চরণ দাস বলেছেন কোন ৭ জায়গায় আমাদের চুপ থাকাই শ্রেয়। আসুন জেনে নিই।

পুরো ঘটনা বা পুরো কাহিনী যদি না জানেন, তাহলে সেখানে চুপ থাকাই উচিত।

আপনি যখন ভীষণ আবেগতাড়িত হয়ে পড়ছেন, তখন সেখানে চুপ হয়ে যান।

খুব রাগ হচ্ছে জেনেও সেই সময় সেই জায়গায় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ।

আপনার কোনও শব্দ অন্যকে আঘাত করতে পারে, এটা জেনে চুপ থাকুন।

আপনার বলা শব্দ বন্ধুত্বকে বিগড়ে দিতে পারে, এটা জেনে চুপ থাকাই মঙ্গল।

না চেঁচিয়ে যখন কথা বলতে পারেন না, তাহলে চুপ থাকাই ভাল।

যেখানে মনে হচ্ছে চুপ থাকলে সম্পর্ক বাঁচাতে পারবেন, সেখানে মুখে কুলুপ আঁটাই সবচেয়ে ভাল সিদ্ধান্ত।