BY- Aajtak Bangla

8 November, 2023

বন্ধুর বাড়িতে কার্তিক ফেলার প্ল্যান? টিপস রইল

এবছর কার্তিক পুজো ১৭ নভেম্বর। পড়ন্ত শরতের হেমন্তবেলায় যে পার্বণগুলি বাঙালির ঘরে ঘরে উদযাপিত হয়, সেগুলির মধ্যে অন্যতম কার্তিকপুজো৷

অনেকেই সদ্য বিবাহিত বন্ধুবান্ধবের বাড়িতে ছোট কার্তিক ঠাকুর দিয়ে আসে। 

কামনা করা হয় ওই বাড়িতে কোনও সদ্যজাতের। গোটা বিষয়টিই হয় মজার ছলে।

ওই বাড়ির সদস্যদের সকালে উঠে কার্তিক দেখে পুজো করতে হয়। এবং শেষে যারা কার্তিক ফেলে গেছে, তাদের খাওয়াতে হয়।

চেষ্টা করুণ বেশ রাতের দিকে কার্তিক ফেলার।

কার্তিকের সঙ্গে একটি চিঠি দিন, তাতে ছোট্ট করে বার্তা বা ফোন নম্বর লিখে দিতে পারেন। 

শুধু কার্তিক ফেলবেন না, সঙ্গে কিছু টাকা বা পুজোর উপকরণও রেখে দিতে পারেন। এক্ষেত্রে ওই বাড়ির সদস্য রেগে যাবেন না। 

কোনও প্রবীণ মানুষের বাড়ির সামনে কার্তিক রেখে তাঁদের সামাজিকভাবে বিব্রত করবেন না।

বাংলার বাইরে অন্য প্রদেশেও পূজিত হন কার্তিকদেব৷ দেশ জুড়ে তিনি পরিচিত স্কন্দ, মুরুগান বা সুব্রহ্মণ্য নামে৷