BY- Aajtak Bangla
5 June, 2025
বাস্তুতে গাছপালার মাহাত্ম্য বিশাল। কিছু কিছু গাছপালা ইতিবাচক শক্তির সঞ্চার করে।
আবার কোনও কোনও গাছের কারণে ব্যক্তির জীবনে অশুভ প্রভাব বিস্তার করে থাকে।
বাড়ির ভেতরেই নয়, বরং বাড়ির সামনে বা আশপাশের গাছপালার কারণেও জীবন বিশেষ ভাবে প্রভাবিত হয়।
বাস্তু শাস্ত্রে এমন কিছু গাছের উল্লেখ করা হয়েছে, যা বাড়ির আশপাশে থাকলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার পায়।
বাড়িতে আম, জাম, লেবু ও কুল থাকলে সেই বাড়ি সব সময় ধনসম্পত্তিতে পরিপূর্ণ থাকে, আত্মীয়দের মধ্যে সুসম্পর্ক চিরকাল অটুট থাকে।
তবে এই গাছ রাখতে হবে বাড়ির ডান দিকে।
এই গাছগুলো মন্দিরের জন্য শুভ, কিন্তু বাড়ির জন্য একেবারেই শুভ নয়।