31 JAN, 2025
BY- Aajtak Bangla
কয়েকদিন পর থেকেই গরম পড়তে শুরু করবে। শীত চলে গেলে শীতের ফুলও চলে যাবে। তবে চিন্তা নেই, কয়েকটি গাছ ফেব্রুয়ারিতে লাগাতে পারলেই সারা গরমে প্রচুর ফল পাবেন।
আপনি আপনার ছাদে বা বারান্দায় এই ফুলগাছগুলি লাগাতে পারেন। এতে সৌন্দর্য বাড়বে এবং বাড়ির পরিবেশও থাকবে শীতল।
সূর্যমুখী বছরে তিনবার রোপণ করা যায়, তবে গ্রীষ্মকালে এই গাছ লাগানো খুবই উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা। আপনি এটি আপনার বাড়ির বারান্দায় একটি পাত্রে লাগাতে পারেন।
জবা গাছ লাগানো যেতে পারে। জবা ফুল অনেক রঙের হয়। এটি সুন্দর ফুলের শ্রেণিতে রাখা হয়। ঘরের সৌন্দর্যও বাড়িয়ে দেয়।
দিশি গাঁদা লাগাতে পারেন। যা সারা বছর ফল দেবে।
দোপাটি গাছ খুবই সুন্দর। এই গাছ ছাদে বা বারান্দায় লাগাতে পারেন।
পর্তুলাকা গাছ লাগাতে পারেন। গোটা গরমে ফুলে ফুলে ভরে যাবে বাগান।
বুগেনভিলিয়া গ্রীষ্মেও প্রচুর ফুল ফোটে। তারা অনেক রঙের হয়।
কসমস ওরেঞ্জ গাছও লাগাতে পারেন। প্রচুর ফুল পাবেন।