09 JULY 2025
BY- Aajtak Bangla
ভরা বর্ষায় সাপ ঢোকা খুব স্বাভাবিক ঘটনা। সাপের কামড় খেতে না চাইলে বাড়ির আশেপাশে এই গাছটি লাগিয়ে নিন।
অনেকের বিশ্বাস, যে বাড়িতে সর্পগন্ধা থাকে সে বাড়িতে সাপ আসে না।
অনেকে সাপের হাত থেকে মুক্তি পেতে বাড়িতে সর্পগন্ধা গাছ লাগান।
আবার অনেকে সর্পগন্ধা গাছের শেকড় বাড়িতে রাখেন যাতে সাপে না কামড়ায়। এর শেকড়ও হু হু করে বিক্রি হয় হাটে-বাজারে।
সাপের হাত থেকে মুক্তি পাওয়া নিয়ে এমন অনেক ভ্রান্ত ধারণা আছে। আসল কথা হল কোনও গাছ বা শেকড় কোনওদিন সাপের হাত থেকে রক্ষা করতে পারে না।
আসলে সর্পগন্ধা ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ। আসলে, সর্পগন্ধা পাতা পিষলে এর গন্ধ সাপের গন্ধের সঙ্গে এলে, যে কারণে এর নাম রাখা হয় সর্পগন্ধা।
বর্তমানে একটি ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে বাড়িতে এই গাছ রাখলে সাপ আসে না। এটি সম্পূর্ণ ভুল। সাপ কোনও গন্ধ শুঁকতে পারে না। তারা শুধু কম্পন বুঝতে পারে।
বাড়িতে সর্পগন্ধা লাগালে যে বাড়িতে সাপ আসবে না এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
বরং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে, উত্তেজনা প্রশমিত করতে ও ঘুম ভাল হতে এই গাছ লাগাতে পারেন।
সাধারণ জ্বর এবং পেটের গোলমালেও উপকারী। তবে ব্রঙ্কাইটিস, হাঁপানি, গ্যাসট্রিক আলসারে এর ব্যবহার ক্ষতিকর।
সাপের হাত থেকে রক্ষা পেতে এমন কোনও ঔদাসীন্য কাজ করবেন না। সাপুরেদের মন্ত্রে, কোনও ওষুধে, শেকড় বাকড় তাবিজে সাপ আসবে না তা বলা যায় না। বরং সাবধান আর সতর্ক থাকুন।