March 6, 2024

BY- Aajtak Bangla

মাসের পর মাস গাছে ফুল ফুটছে না? এই এক জিনিসেই ভরে যাবে বাগান

অনেকেরই অভিযোগ থাকে যে তাদের লাগানো গাছে ফুল আসে না। আবার অনেকে বলেন যেসব গাছ ভালো ফুল দিতো সেগুলো তেও ফুল আসা বন্ধ হয়ে যাচ্ছে।

এর ফলে বাগানের সৌন্দর্য কমে যায়। তা ছাড়া কেন এমন হচ্ছে তা নিয়েও ভাবতে থাকেন। তবে গাছে ফুল আনার জন্য  অনেকে অনেক রকমের চেষ্টা করে।

শেষ পর্যন্ত গাছটি উপড়ে ফেলে দিতে হয়। এটাই সমাধান নয়। গাছ লাগানোর জন্য সঠিক জায়গা থাকলেই যথেষ্ট নয়, তাদের যত্নও নিতে হয়।

এমন একটি জিনিস যা ব্য়বহার করার সঙ্গে সঙ্গে  আপনার গাছ ফুলে ভরে যাবে। জেনে নিন জিনিসটি কী।

কমলার খোসা থেকে  তৈরি করা সার ব্য়বহার করলে এই সমস্য়া সমাধান হবে।

এর জন্য বেশী পরিশ্রম করতে হবে না। শুধু কমলার খোসা রোদে  শুকিয়ে নিয়ে মিক্সারে পিষে এর গুড়ো করে নিন।

গাছ লাগানোর সময় এই গুঁড়ো মাটিতে মিশিয়ে দিন। এতে গাছে ফুল ভাল হয়।

চাইলে স্প্রে তৈরি করতে পারেন । কমলার খোসা গুঁড়োতে জল দিয়ে ভাল করে মিশিয়ে নিন এবং গাছগুলিতে স্প্রে করুন।

এটি গাছপালাকে অনেক রোগ থেকেও রক্ষা করবে এবং ভাল ফুল ফুটতেও সাহায্য় করবে।