26 JULY, 2024

BY- Aajtak Bangla

আশপাশে এই ৫ গাছ থাকলে বাড়িতে ঘরে সাপ ঢুকবেই

আমাদের বাড়ির কাছে একটু জায়গা থাকলে আমরা তাতে বিভিন্ন ধরনের গাছ লাগাই। সবাই চায় তাদের বাড়ির আঙিনায় রঙিন ফুল ফুটুক।

কিন্তু কিছু গাছপালা আমাদের বাড়িতে সাপকে আমন্ত্রণ জানায়।

কারণ সাপ চুম্বকের মতো এই গাছগুলির কাছে আকৃষ্ট হয়।

তাই ভুল করেও বাড়িতে বা তার আশপাশে এই কয়েকটি গাছ লাগাবেন না।

জুঁই পরিবারের গাছের কাছে সাপ থাকার সম্ভাবনা বেশি। কারণ জুঁই গাছ খুব ঘন এবং সাপ তার রঙে নিজেকে ঢেকে রাখে। এ কারণেই জুঁই গাছের আশেপাশে সাপের বসবাসের ঝুঁকি বেশি।

অনেকে বাড়ির উঠোনে সাইপ্রেস গাছ লাগান। এই গাছটি দেখতে খুব সুন্দর। তবে এটি বেশ ঘন। এটি ঘন হওয়ার কারণে সাপ এতে লুকিয়ে থাকে এবং পোকামাকড় শিকার করে।

ক্লোভারও একটি সুন্দর গাছ। এর পাতা মোটা ও ঘন। এই কারণেই সাপ এই পাতার নীচে আরামে বসে থাকে এবং গোপনে শিকারের সন্ধান করে। তাই ভুল করেও বাড়িতে ক্লোভার গাছ লাগাবেন না।

লেবু গাছ বা যে কোনও সাইট্রাস গাছ ইঁদুর ও ছোট পাখির আবাসস্থল। কারণ ছোট পোকামাকড় ও পাখিরা এর ফল খেয়ে আনন্দ পায়। এ কারণেই লেবু গাছের চারপাশে সাপ ঘুরে বেড়ায়।

অনেকেই সুন্দর করার জন্য বাড়িতে দেবদারু গাছ লাগায়। কিন্তু চন্দন গাছের মতো সাপ দেবদারু গাছেও কুণ্ডলী পাকিয়ে বসে থাকে। তাই বাড়ির আশপাশে দেবদারু গাছ লাগাবেন না।