17 June,, 2024

BY- Aajtak Bangla

v

এই ৫ গাছ বাড়িতে রাখলে মশা ধারেকাছে ঘেঁষে না

রাজ্যে বাড়ছে মশার উৎপাত। কামড় থেকে রক্ষা পেতে পারেন গাছ লাগিয়েই।

মশার কয়েল বা ধূপ সারাক্ষণ জ্বালিয়ে রাখলে শরীরের পক্ষে ক্ষতিকর। 

কয়েল শেষ হলেই ফিরে আসে মশা। মশা থেকে চিরতরে নিষ্কৃতি পান গাছ লাগিয়েই।

৫টি গাছ লাগালে বাড়ির কাছেও ঘেঁষবে না মশা।

পুদিনা- পুদিনার গন্ধে পালায় মশা। প্রাকৃতিক কীটনাশক পুদিনা।

ল্যাভেন্ডার- মশাদের ল্যাভেন্ডারের গন্ধ না-পসন্দ। মশা পালায়।

রোজমেরি- জানালা, দরজায় লাগান রোজমেরি। বাড়িতে ঘেঁষবে না মশা।  

গাঁদা- গাঁদা ফুলে পাইরেথ্রাম যৌগ। তা পোকামাকড় তাড়ায়। 

তুলসী- তুলসী গাছ মশা তাড়াতেও কার্যকর। বাড়ির বাইরে বেশি করে তুলসী লাগান।

ডেঙ্গি মশার হাত থেকে বাঁচতে বাড়িতে মশারি টাঙান।