BY- Aajtak Bangla

কোন ধাতুর বোতল আপনার জন্য উপকারী? রইল টিপস

29 AUGUST, 2023

প্লাস্টিক  বোতলের ক্ষেত্রে বলা যায়,  প্লাস্টিকের   প্রধান ধাতব উপাদানগুলি  হল পলিপ্রপাইলিন, কোপলিয়েস্টার।

তবে বেশিরভাগ লোকের মতে, নিয়মিত ব্যাবহার করা  এই প্লাস্টিকের বোতলে দীর্ঘ সময় ধরে  সংরক্ষিত জল এর স্বাদ ও গন্ধ খুবই অপ্রীতিকর  হয়ে যায়। 

গ্লাস এর বোতলের  ক্ষেত্রে বলা যায়, এই ধরনের  ধাতব পদার্থ  ভেঙ্গে  যাওয়ার   প্রবণতা খুব ই। 

এছাড়াও এই ধরনের  ধাতব পদার্থ  পরিবর্তনশীল  তাপমাত্রা সহ্য করতে পারেনা।

সুপারিশ করা হয়, এই ধরনের  ধাতব পদার্থ  এ জল এর কোনো স্বাদ পরিবর্তন   হয় না।

মেটালের বোতলের   ক্ষেত্রে বলা যায়, এই ধরনের  ধাতব পদার্থ সহজে ভেঙে  যায় না।   

তবে এতে জলের স্বাদ আলাদা হতে পারে। 

এক্ষেত্রে তিন ধরনের মেটালের ব্যবহার  দেখা যায়  যেমন তামা, স্টেইনলেস স্টিল, অ্যালুমিনিয়াম