BY- Aajtak Bangla

কোন খাবার খেয়ে এত ফিট মোদী? বাড়িতে বানিয়ে নিন ঝটপট

3rd February, 2025

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্ত হাতে দেশ যেমন চালান তেমনই তিনি স্বাস্থ্য নিয়েও সচেতন।

নিজেকে ফিট রাখতে মোদী তাঁর খাওয়া দাওয়া নিয়ে খুবই সাবধানী।

প্রধানমন্ত্রীর ফিট থাকার কারণ তিনি সজনে ডাঁটার পরোটা খান।

এই কথা তিনি বহুবার একাধিক সাক্ষাৎকারে বলেছেন।

মোদী এই পরোটা সপ্তাহে এক-দুবার বানিয়ে খান বলে জানিয়েছিলেন।

এই পরোটাই মোদীকে শক্তি জোগায় রোজকার কাজকর্মের।

মূলতঃ সজনে ডাঁটায় রয়েছে ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট।

আমাদের শরীরকে সংক্রমণের হাত থেকে বাঁচিয়ে রাখে।

এটি সর্দি-কাশি থেকে লড়াই করতে দ্রুত সাহায্য করে।

ঋতু পরিবর্তনের সময় এই পরোটা শরীরের জন্য উপকারি।