BY: Aajtak Bangla 

বাঘছাপ টি-শার্টে Viral মোদী, ঘুরলেন বন্দিপুর টাইগার রিজার্ভ

9 APRIL 2023

'প্রোজেক্ট টাইগার' ৫০ বছর পূর্ণ করেছে।

সেই উপলক্ষে কর্ণাটকের বন্দিপুর এবং মুদুমালাই টাইগার রিজার্ভ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সফরে প্রধানমন্ত্রী নতুন লুকে ধরা দিয়েছেন।

খাকি রঙের প্যান্ট, টাইগার প্রিন্টের টি-শার্ট।

কালো হ্যাট হাতে খাকি হাফ জ্যাকেটে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

এরপর পরিদর্শন করবেন মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাদু এলিফ্যান্ট ক্যাম্প।

 এদিন তিনি ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স (IBCA) চালু করবেন। তাঁর আজই বাঘ পরিসংখ্যানের প্রকাশ করার কথা।

এরপর পরিদর্শন করবেন মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাদু এলিফ্যান্ট ক্যাম্প। 

PM Modi Karnataka Visit: 'প্রোজেক্ট টাইগার' ৫০ বছর পূর্ণ করেছে। সেই উপলক্ষে কর্ণাটকের বন্দিপুর এবং মুদুমালাই টাইগার রিজার্ভ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরে প্রধানমন্ত্রীর নতুন লুকে ধরা দিয়েছেন।