BY- Aajtak Bangla

পাকা চুলও হবে কুচকুচে কালো, মাথায় লাগান পটলের রস 

17 July, 2024

চুল পড়ার সমস্যায় অনেকেই ভোগেন। অনেকে চুল আবার অল্প বয়সেই পারকে শুরু করে। সেজন্য অনেকে কালার ব্যবহার করেন। 

চুল যেন কালো থাকে সেজন্য অনেকে চেষ্টা করে যান। মাথায় লাগান নানা শ্যাম্পু, হেয়ার ডাই। তবে ঘরোয়া উপায়েই চুল কালো করা যায়।

সেজন্য খরচও হবে না। মাথায় লাগাতে হবে পটলের খোসার রস। গ্রীষ্মকালে পটল তো খাচ্ছেনই। এই খোসা ফেলে না দিয়ে ব্যবহার করুন। 

পটলের খোসা বেঁটে তা থেকে রস বের করে সপ্তাহে মাত্র ৩ দিন লাগান। চুলে পটসের রস লাগালে গোঁড়া পর্যন্ত অক্সিজেন পৌঁছয়। এতে চুল শক্ত হয়। 

পটলের রস শুধুমাত্র যে চুলকে গোঁড়া থেকে শক্ত করে তাই নয়, পাকা চুলও কালো করে। তাও আবার মাত্র সাতদিনে। 

একইভাবে আলুর রসেও পাকা চুল কালো হয়। সেজন্য আলুর খোসা সেদ্ধ করে নিয়ে তা চুলে লাগান। শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে আলুর খোসার রস ব্যবহার করুন চুলে। 

এভাবে বেশ কিছুক্ষণ চুলে আলুর রস শ্যাম্পুর সঙ্গে মাখিয়ে রেখে দিন। এই মিনিট ১৫ মতো। তারপর তা ধুয়ে নিন। এভাবে সপ্তাহে ২ দিন লাগান। 

আসলে মেলানিন কমে যাওয়ায় চুলের রং কালো থেকে ধূসর বা সাদা হয়। অকালে চুল পেকে যায়। 

আলু ও পটলের রসের মধ্যে থাকে মেলানিন। যা ঘাটতি দূর করে। যাদের টাক পড়ার  সমস্যা রয়েছে তারা মাথায় চুল গজানোর জন্য ব্যবহার করতে পারেন এই সবজির রস।    

ত্বকের জেল্লা ফেরাতে ভিটামিনেও গুরুত্বপূর্ণ। ভিটামিন সি ও বি ১২ চুলের স্বাস্থ্য সঠিক রাখে।