26 May 2025 

BY- Aajtak Bangla

BY- Aajtak Bangla

ঘরের ভিতরে হঠাৎ সাপ দেখেছেন, বিষধর কিনা কীভাবে বুঝবেন?

ঘরে বা রাস্তাঘাটে প্রায় সাপ দেখা যাচ্ছে এখন। বাড়িতেও সাপ বাসা বাঁধছে। বিছানা, এসি মেশিনও সাপের আস্তানা হয়ে উঠছে কোথাও কোথাও।

কিন্তু সব সাপ তো আর বিষাক্ত নয়। কোনও কোনও সাপ বিষাক্ত হয় না। সেই সব সাপ কামড়ালে প্রাণহানি বা অঙ্গহানির সম্ভাবনা থাকে না।

সাপ দেখে কীভাবে বুঝবেন যে সেটি বিষধর? আসলে সাপের চেহারা দেখে বোঝা সম্ভব সেই সাপ কতটা বিষাক্ত। 

বিষধর সাপের চোখ ছোটো ও চেরা বা ডিম্বাকৃতির হয়। সেখানে নির্বিষ সাপের মণি হয় গোলাকার। 

বিষধর সাপের দাঁত লম্বা ও ধারাল হয়। বিষহীন সাপেরও দাঁত থাকে। তবে ছোটো। 

বিষধর সাপের মাথা সাধারণত শরীরের তুলনায় বেশি বড় হয়ে থাকে। সেখানে বিষহীন সাপের মাথা শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

বিষধর সাপের ত্বক অনেক বেশি চকচকে ও উজ্জ্বল। বিষধর সাপের লেজ সাধারণত গোলাকার বা নলাকার হয়। 

বিষধর সাপ যেখানে কাপড়ায় সেখানে দুটো ফুটো হয়। তবে বিষহীন সাপ এবড়ো খেবড়োভাবে কামড়ায়। 

বিষধর সাপ কখনও খুব মোটা হয় না। এদের দেহের প্রস্থ তেমন বড় হয় না। তবে লম্বায় বড় হতে পারে।