BY- Aajtak Bangla
7th October, 2024
কেউ ঘুম থেকে উঠে পায়খানা যান কেউ বা অন্যসময়। একজন মানুষের দিনে কতবার পায়খানা করা স্বাস্থ্যকর?
কেউ বলেন দিনে ১ বার আবার কারও মতে দিনে ২ বার মলত্যাগ করা স্বাভাবিক।
সত্যিই কি তাই? চিকিৎসকরা বলছেন এমন কোনও বাঁধা ধরা নিয়ম নেই। কেউ দিনে একনার মলত্যাগ করতে পারেন।
চিকিৎসকদের মতে, কেউ দিনে তিনবার বা সপ্তাহে তিনবার মলত্যাগও করতে পারেন।
অর্থাৎ কেউ যদি দিনে তিন থেকে চারবার পায়খানা যান তাহলেও অসুবিধে নেই।
মোদ্দা কথা হল পায়খানা কেমন হচ্ছে বা পেটে কোনও সমস্যা না হলেই হল।
একটি সমীক্ষায় দেখা যায়, ২ হাজার জনের মধ্যে ৫০ শতাংশ লোক দিনে একবারই পটি যান। সেখানে ২৮ শতাংশ লোক দিনে দুবার।
৫ থেকে ৬ শতাংশ মানুষ এমন আছেন যারা গোটা সপ্তাহে এক থেকে ২ বার পটি যান।
চিকিৎসকরা এও দেখেছেন, এমন অনেকে আছেন যারা সকালে বা দুপুরে পটি যান না। বরং রাতে যান।