14 April 2025
BY- Aajtak Bangla
ফ্ল্যাটের পসেশন সার্টিফিকেট না থাকলে কী বিপদ হতে পারে জানেন?
ফ্ল্যাট কেনার সময় দলিল দস্তাবেজ ইত্যাদি তো নিয়ে থাকেন। তবে অনেকে পসেশন সার্টিফিকেট নেন না। কেউ কেউ এটাকে কম গুরুত্বপূর্ণ বলেই মনে করেন।
কিন্ত পসেশন সার্টিকফিকেট নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এটা না নিলে ভবিষ্যতে আপনি নানা অসুবিধে পড়তে পারেন।
ফ্ল্যাটের পসেশন সার্টিফিকেট না থাকলেও আপনি যে ওই ফ্ল্যাটের মালিক সেটা ভবিষ্যতে প্রমাণ করা কঠিন হতে পারে।
এই সার্টিফিকেটের অর্থ হল, আপনি ওই ফ্ল্যাটের আইনি মালিক।
এই পসেশন সার্টিফিকেটের বলে আপনি যে কোনও দিন ফ্ল্য়াটের দখল নিতে পারবেন ও ব্যবহার করতে পারবেন।
ভবিষ্যতে ফ্ল্যাট বিক্রি করার ক্ষেত্রে এই সার্টিফিকেট চাইতে পারেন ক্রেতা।
এই সার্টিফিকেট মিউটেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয়। যেখানে আপনি ফ্ল্যাটের মালিকানা সরকারিভাবে স্থানান্তর করেন।
পসেশন সার্টিফিকেট সাধারণত ফ্ল্যাট নির্মাতা বা বিক্রেতা কর্তৃক প্রদান করা হয়।
ফ্ল্যাট কেনার সময়, এই শংসাপত্রটি নিশ্চিত করার জন্য চুক্তিটিতে উল্লেখ করা উচিত।
Related Stories
কয়েক মিনিটে এভাবে বানান সুস্বাদু চিকেন স্টু, রেসিপি
ভোলা মাছের ঝালের স্বাদ হবে দ্বিগুণ, বানাতে হবে এভাবে
বর্ষায় কোন সবজি ভুলেও খাবেন না, জেনে রাখুন
ভিটামিন ডি পেতে রোজ কতক্ষণ রোদ লাগাবেন?