23 March, 2025

BY- Aajtak Bangla

প্রিয় পোস্ত খেলেই মরবেন, গরমে ভুলেও ছোঁবেন না আলু পোস্ত

পোস্তর সঙ্গে আবেগ জড়িয়ে বাঙালির। এটা থাকলে আর কোনও পদের দরকার পড়বে না

বাঙালির প্রিয় পোস্ত

আলু পোস্ত হোক বা পোস্তর বড়া, কাঁচা পোস্ত বাটা কিংবা ঝিঙে আলু পোস্ত। সব পদের স্বাদই সেরা।

পোস্ত দিয়ে পদ

গরমে পোস্ত খাওয়ার উপকারিতা বহু। অনিদ্রা সমস্যা দূর করে এই দানা৷ সারিয়ে তোলে ইনফ্লেম্যাশন। রোগ প্রতিরোধ শক্তি মজবুত করার পাশাপাশি সারিয়ে তোলে পুরনো ব্যথা বেদনা।

পোস্তর উপকারিতা

পোস্ত হার্টের সুস্থতা বজায় রাখতে কার্যকর। কিডনিতে পাথর জমতে দেয় না পোস্ত।

হার্ট ভাল রাখে

স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখে পোস্ত। অটুট রাখে হাড়ের ঘনত্বও।

স্নায়ুতন্ত্র বজায় রাখে

খেতে ভাল হলেও পোস্তর রয়েছে একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া।

পোস্তর পার্শ্বপ্রতিক্রিয়া

যাদের অ্যালার্জি রয়েছে, তারা এই পোস্ত খাওয়া থেকে বিরত থাকুন।

অ্যালার্জি

ফুসফুস বা শ্বাসযন্ত্র সংক্রান্ত অসুখ পালমোনারি ইডিমা হতে পারে পোস্ত অতিরিক্ত মাত্রায় খেলে।

ফুসফুসের অসুখ

গর্ভস্থ ভ্রূণের ক্ষতি করতে পারে পোস্তদানা৷ তাই অন্তঃসত্ত্বাদের ডায়েটে বেশিমাত্রায় পোস্ত রাখতে নিষেধ করা হয়।

গর্ভবতী মহিলা

রোজ পোস্ত খেলে কোষ্ঠকাঠিন্য বাড়তে পারে।

কোষ্ঠকাঠিন্য 

পোস্ততে ক্যালরিও বেশি। তাই পোস্ত বেশি খেলে বাড়তে পারে ওজন। মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে।

ওজন বাড়তে পারে