BY: Aajtak Bangla 

বহুমূল্য পোস্ত, স্বাদ বাড়াতে দিন এই বিকল্প 

2 APRIL 2023

বাঙালি পোস্ত ছাড়া একেবারেই অচল

 কি ঘটি বা কি বাঙাল। গরম ভাতে প্রথম পাতে পোস্ত দিয়ে খাওয়ার মজা একমাত্র বাঙালিরাই জানে। 

পোস্তর নানা আইটেম

এছাড়া আলু পোস্ত, বিউলির ডাল ঘটিদের একেবারে হট ফেভারিট। পোস্ত চিকেন, পোস্ত বাটা, পোস্তর বড়া, ডিম পোস্ত, ঝিঙে পোস্ত, পোস্ত মাছ, পোস্ত দিয়ে রয়েছে হরেক রেসিপি।

বহুমূল্য পোস্ত

তবে বর্তমানে পোস্তর যা দাম তা দেখে বাঙালীদের অন্তত ভীষণ মনে কষ্ট। বাজারে খুচরো পোস্ত থেকে প্যাকেট-পোস্ত বিকোচ্ছে প্রায় ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা  দামে।

 মন ভালো নেই বাঙালির

পোস্তের দাম বাড়ায় তাই মন ভালো নেই বেশিরভাগ খাদ্য রসিকেরই। পকেট বাঁচাতে পোস্ত খাওয়া কমানো ছাড়া, উপায় নেই।

দাম নিয়ে মন খারাপ করে লাভ নেই

পোস্তর স্বাদ প্রায় ভুলতেই বসেছেন অনেকেই। তাই মন খারাপ না করে বরং অন্য উপায়ে নিজের পোস্ত খাবার বাসনা কে তৃপ্ত করুন। 

পোস্তর বদলে ব্যবহার

৪টি অসাধারণ এমন জিনিস আছে যা আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ পুরোপুরি পোস্তর মতন খেতে না হলেও খুব একটা খারাপ লাগবে না।

চিনা বাদাম বাটা

 যে কোন রান্নায় পোস্তর বদলে আপনি অনায়াসে চিনাবাদাম বাটা দিতে পারেন।

 কাজু বাটা

কাজু বাটাও খুব ভাল বিকল্প। তবে কাজুর দামও নেহাত কম নয়। তাই এই রান্নাগুলি বিশেষ অনুষ্ঠানের জন্যেই তুলে রাখুন।

সাদা তিল বাটা 

পোস্ত বাটার বদলে অবশ্যই খেতে পারেন সাদা তিল বাটা সর্ষের তেল দিয়ে গরম ভাতে। খেতে খারাপ লাগে না। 

 চারমগজ বাটা 

রান্নায় ব্যবহৃত চারমগজ বাটা আসলে তরমুজের বীজ থেকে প্রস্তুত করা হয়।  পোস্তর জায়গায় অনায়াসে আপনি চারমগজ বাটা দিয়ে রান্না করতে পারেন।

এক সময়ে ঘটিদের মধ্যে এই খাবারটি বেশ জনপ্রিয় ছিল। এখন তো ঘটি-বাঙাল এক পাতে চুটিয়ে পোস্ত খেয়ে থাকেন। কিন্তু বর্তমানে পোস্তর যা দাম, তাতে পোস্তর কথা ভাবাও কেমন একটা স্বপ্নের মতন মনে হয়। তবে, আজ আপনাদের এমন চারটি উপকরণের নাম বলবো যা ব্যবহার করে আপনারা রান্নায় আনতে পারবেন পোস্তর মতনই দারুণ স্বাদ।