5 FEB, 2025
BY- Aajtak Bangla
আপনি যদি বড় সাইজের আলু উৎপাদন করতে চান এবং ফসলকে রোগের হাত থেকে রক্ষা করতে চান, তাহলে আপনি এর জন্য একটি খুব সস্তা ফর্মুলা গ্রহণ করতে পারেন।
এটি ব্যবহার করলে ফসল শুধু ভালই হবে না, আয়ও বাড়বে।
যেসব কৃষক অক্টোবর-নভেম্বর মাসে আলু লাগিয়েছেন তারা এ সময় দেশি মটকা সার ব্যবহার করতে হবে।
কীভাবে এই পটিং কম্পোস্ট প্রস্তুত করা হয় এবং কীভাবে এটি ব্যবহার করা হয়?
মাটিতে যত বেশি জৈব পদার্থ থাকবে, আলুর আকার তত বড় হবে। মটকা কম্পোস্ট এমন একটি সার, যা শুধু আলুর আকার বাড়ায় না বরং রোগ থেকেও গাছকে দূরে থাকে।
২০ কেজি গোবর, ২০ লিটার তাজা বা পুরানো গোমূত্র, ২ কেজি উরদ ডালের আটা, ২ কেজি সর্ষের খোল, ২ কেজি গুড় মিশিয়ে ৫ দিন রাখুন।
তারপর মিশ্রণে আরও জল মিশিয়ে আলুতে স্প্রে করুন। মনে রাখবেন সেচ দেওয়ার আগেই এটা স্প্রে করতে হবে।
আর যদি মাটিতে সার দেন, তাহলে দেওয়ার পরে সেচ দিতে হবে। এতে ফসলের বৃদ্ধিও ভাল হয়। এছাড়া আলুর সাইজের আকারও ঠিক হয়।
এক সিজনে দুই থেকে তিনবার ব্যবহার করা হয় তবে আলুর ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।