8 JAN, 2025
BY- Aajtak Bangla
আবহাওয়ার খামখেয়ালিপনায় কার্যত ক্ষতির মুখে আলু চাষ। জাঁকিয়ে শীত নেই। এদিকে সকাল ও সূর্য ডুবলেই ঘন কুয়াশা। যা আলু চাষের পক্ষে ক্ষতিকর।
ঘন কুয়াশা থেকেই আলু গাছে দেখা দিচ্ছে ধসা রোগ-সহ বিভিন্ন ছত্রাক জাতীয় রোগ, হতে পারে পোকার আক্রমণ।
আলু চাষে এমন আবহাওয়া আলুর ধসা রোগের মূল কারণ। যার কারণে দুঃশ্চিন্তায় চাষিরা।
এই আবহাওয়া চলতে থাকলে ধসা রোগ আরও বাড়বে। আর তাতে আলু গাছ বাঁচিয়ে রাখা মুশকিল হয়ে যাবে।
ধসার আক্রমণ শুরু হলে দ্রুত সেই সব জমিতে ছত্রাক নাশক স্প্রে করতে হবে।
জমির কোনও অংশে একবার রোগ দেখা দিলে তা গাছের পাতার স্পর্শে, সেচের জলের মাধ্যমে জমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়ে।
রোগগ্রস্ত গাছ দেখলেই জমি থেকে তুলে তা নষ্ট করে দিন।
ধসা আক্রান্ত জমিতে দেরি না করে ডাইমিথোমর্ফ ৯ শতাংশ এবং ম্যানকোজেব ৬০ শতাংশ এক সঙ্গে প্রতি লিটার জলে তিন গ্রাম করে স্প্রে করতে হবে।
অথবা ফেনামিন্ডন ১০ শতাংশ এবং ম্যানকোজেব ৫০ শতাংশ এক সঙ্গে গুলে প্রতি লিটার জলে তিন গ্রাম গুলে স্প্রে করতে হবে।
মেটাল্যাক্সিল ৮ শতাংশ এবং ম্যানকোজেব ৬৪ শতাংশ এক সঙ্গে প্রতি লিটার জলে আড়াই গ্রাম করে স্প্রেও করতে পারেন।
ধসার ওষুধের সঙ্গে আঠা মিশিয়ে নিতে হবে। স্প্রে মেশিনের নজেলের মুখ এমন রাখতে হবে যাতে গাছের পাতা ও নীচে সমানভাবে ওষুধ লাগে।