18 September, 2024
BY- Aajtak Bangla
বাইরে তীব্র দাবদাহ। রোদে পুড়ছে মুখ। বেশিক্ষণ রোদে থাকলেই পড়ে ট্যান।
ট্যানিং মুখ কালো করে দেয়। মুখ ঔজ্জ্বল্য হারায়। সানস্ক্রিন লাগালেও ট্যান হয় মুখ।
রাসায়নিক ব্যবহার করলে ত্বক জেল্লা হারায়। প্রাকৃতিক উপায়েই মুখ করুন ট্যানমুক্ত।
মুলতানি মাটির সঙ্গে একটি সবজির রস মেশালেই মুখ হবে উজ্জ্বল ও ফর্সা। কীভাবে?
আলু- আলুর রসে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ। আছে অ্যান্টি-এজিং গুণও। রস মুখে লাগালে দাগ ও পিগমেন্টেশন দূর হয়।
আলু চিপে রস বের করুন। একটি পাত্রে এই রসের সঙ্গে সামান্য মুলতানি মাটির গুঁড়ো মেশান।
ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ৩০ মিনিট লাগিয়ে রাখুন।
সপ্তাহে দু-তিনবার করলেই দূর হবে মুখের কালোভাব।
কাঁচা দুধের সঙ্গে আলুর রস মিশিয়ে তুলোর সাহায্যে মুখে লাগান।
ত্বকে কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে ফেলুন। মুখ উজ্জ্বল হবে। মুখে জমে থাকা সব ময়লাও দূর হবে।