BY- Aajtak Bangla

৭০ বছর বয়সেও খেল দেখাবে যৌবন, লাগবে আলুর রস

12 APRIL, 2024

বাড়িতে তো রান্নাবান্না হয়। প্রতিদিনই আলু খান। ঝোলে, ঝালে, অম্বলে আলু ব্যবহৃত হয়। কিন্তু জানেন কি যে এই সস্তার সবজি দিয়েই আপনি যৌবন রাখতে পারবেন। 

আলু যদি ঠিকমতো ব্যবহার করতে পারেন তাহলে ৭০ বছর বয়সেও আপনি থাকবেন একদম তরতাজা। যৌবন ধরে রাখতে পারবেন। 

সেজন্য আলুর রস ব্যবহার করতে হবে। রূপচর্চায় আলুর বিকল্প কিছু নেই। সবাই চায় তার মুখ যেন ঝকঝকে থাকে। আর আলু করবে সেই স্বপ্নপূরণ। 

আলুর মধ্যে থাকে এনজাইম ও ভিটামিন সি যা ত্বকের পিগমেন্টেশন কমিয়ে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

চোখের নীচের ফোলাভাব, ডার্ক সার্কেল কমাতে আলুর ভূমিকা রয়েছে। আলুর মধ্যে থাকা ব্লিচিং চোখের নিচের ডার্ক সার্কেল ও ফোলা ভাব কমায়।

আলুর রস মুখের নানা ব্রণ ও দাগ দূর করে। এছাড়াও আলুর রস অয়েলি স্কিনের জম্য খুব উপকারী। 

আলুর রসকে টোনার হিসেবে ব্যবহার করা যায়। এতে ত্বক টানটান থাকে ও ত্বক উজ্জ্বল হয়।

আলুর রস নিয়মিত ব্যবহার করলে ত্বক হাইড্রেটেড ও কোমল থাকে। ত্বকে আলুর রস ব্যবহার করলে ত্বকের গঠনকে আরও উন্নত করে।