19 JAN, 2025

BY- Aajtak Bangla

উত্তরপ্রদেশ-পঞ্জাবে নতুন আলু কত দামে বিক্রি হচ্ছে? বাংলার চাষিরা জেনে নিন

আর কিছুদিনের মধ্যেই বাংলায় নতুন আলু উঠতে শুরু করবে। জ্যোতি ও চন্দ্রমুখী আলু উঠবে।

বাংলায় নতুন আলুর দাম ওঠা নামা করে পঞ্জাব ও উত্তরপ্রদেশের আলুর দামে ওঠা নামার ওপরে।

এখানকার আলু চাষিরা বেশিরভাগই এই দুই রাজ্যে আলুর দাম জানতে পারেন না।

তবে, আমরা আজকে জানাচ্ছি বাংলার বাইরে নতুন আলুর দাম কত?

পঞ্জাবে নতুন আলু বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকা প্রতি বস্তা (৫০ কেজি)।

সম্বলের আলু বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা প্রতি বস্তা। গত কয়েকদিনে আলুর দাম কমছে।

উত্তরপ্রদেশের জাহাঙ্গিরাবাদে আলু প্রতি বস্তা ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে, যাা মূলত হাইব্রিড জাতের।

বর্তমানে বাজারে চিপস তৈরির নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি বস্তা ৭৫০ থেকে ৮৫০ টাকায়।

চিপস তৈরির পুরনো আলু বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকায়।