22 May 2024
BY- Aajtak Bangla
নিম্নচাপের পূর্বাভাস থাকলেও ভ্যাপসা গরম চলছেই। ঘেমে নেয়ে একাকার দক্ষিণবঙ্গের মানুষ। সকলেই তাকিয়ে বৃষ্টির দিকে।
এহেন পরিস্থিতিতে এয়ার কন্ডিশনার(AC) চালাতেই হচ্ছে।
যাঁদের এসি রয়েছে, তাঁরা বিশেষ করে রাতে ভ্যাপসা গরমে আরামে ঘুমোতে এসি চালিয়ে রাখছেন।
AC-র বিলও উঠছে চড়চড়িয়ে। তারপর ঠান্ডা লেগে সর্দি, জ্বর তো আছেই।
AC চালানো নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিল কেন্দ্রের শক্তি মন্ত্রক।
শক্তিমন্ত্রক জানাচ্ছে, AC সব সময় ২৬ ডিগ্রি বা তার উপর তাপমাত্রায় চালানো উচিত। সেক্ষেত্রে সিলিং ফ্যানও চালাতে পারেন।
অনেকেই ২০ থেকে ২২ ডিগ্রি তাপমাত্রা রেখে এসি চালান।
শক্তিমন্ত্রক জানাচ্ছে, এই তাপমাত্রায় শুধু যে বেশি বিল আসে, তা-ই নয়, শরীরও খারাপ হয়ে যায়।
শক্তি মন্ত্রক জানাচ্ছে, ১৯ থেকে ২২ ডিগ্রি তাপমাত্রা রেখে এসি চালালে শরীরের
তাপমাত্রার চেয়ে ঘরের তাপমাত্রা অনেকটাই কমে যায়। তখনই ডিহাইড্রেশন হয়।