BY- Aajtak Bangla

 সাবধান! এভাবে চিংড়ি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে

30 NOVEMBER, 2023

চিংড়ি মাছ অনেকের পছন্দের তালিকার একেবারে শীর্ষে থাকে। 

চিংড়ি দিয়ে তৈরি রকমারি স্বুসাদু পদের নাম শুনলেই জিভে জল আসার উপক্রম। 

তবে প্রিয় হলেও, অনেকের অজানা চিংড়ি খেলে হতে পারে মারাত্মক ক্ষতি।

না জেনে অনেকে চিংড়ির কালো শিরা ফেলেন না, আর সেখানেই হয় বিপত্তি। 

চিংড়ির মাছের খলসের নীচে কালো শিরায় শরীরের নানা বর্জ্য জমা থাকে। ভাল করে পরিষ্কার করে না খেলে শরীরের ক্ষতি হয়। 

চিকিৎসকদের মতে, এই শিরা সহ চিংড়ি খেলে পেটের গণ্ডগোল বা বদহজমের সমস্যা হতে পারে। 

এছাড়া শরীরের প্রদাহ, শ্বাসনালীর পেশি সংকোচন, রক্তনালি ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে। 

 সেই সঙ্গে মস্তিষ্কেও রক্তে পৌঁছানোর পরিমাণ কমতে থাকে এবং হদযন্ত্রে রক্ত পৌঁছায় না। 

চোখের সমস্যা, গলা ধরে যাওয়া, নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ার পাশাপাশি ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। 

মাছ পরিষ্কার করার সময়ই এই শিরা বাদ দেওয়া সবচেয়ে ভাল।