BY- Aajtak Bangla

প্রথম সন্তান কখন নেবেন? অনেক স্বামী-স্ত্রী জানেন না

17 May, 2024

বিয়ের পর পরই নতুন দম্পতিকে যে প্রশ্নের মুখে বারংবার পড়তে হয় তা হল কবে মা-বাবা হচ্ছে তারা।

যদিও এখন চিন্তা-ভাবনা অনেকটাই বদলে গিয়েছে। এখন আর কেউ বিয়ের এক-দু বছরের মধ্যে সন্তান নেওয়ার কথা ভাবেন না।

আগে মনে করা হতো, ২০ বছরের আগে প্রথম সন্তান নেওয়া ভালো। এখন সময় বদলেছে। মেয়েরা কেরিয়ারের জন্য কিছুটা দেরিতে বিয়ে করছে।

তবে এখনো চিকিৎসকেরা বলেন, প্রথম সন্তানটি ২৫ বছর বয়সের আগে নিলে ভাল।

সমীক্ষা বলে, ৩০ বছর পেরিয়ে গেলে প্রজননক্ষমতা প্রায় ৫০ শতাংশ কমে যায়। ৩৫ বছরে পর ডিম্বাণুর সংখ্যা কমে যায় আরও বেশি।

এ ছাড়া এ বয়সে গর্ভধারণের পরে গর্ভকালীন ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, প্রসব-পূর্ব রক্তক্ষরণ ও প্রসবকালীন জটিলতা বেড়ে যায়।

সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, জন্মগত ত্রুটিযুক্ত এবং ডাউন সিনড্রোম সন্তান জন্মদানের হার অনেক বেশি হয়, যদি মায়ের বয়স বেশি থাকে।

এসব ক্ষেত্রে স্বাভাবিক প্রসবে হার কমে যায় এবং অস্ত্রোপচারে জন্ম বেশি হয়।

তবে সুস্থ শিশু জন্মদানের জন্য স্বামী-স্ত্রী দুজনের বয়সের দিকেই খেয়াল রাখা উচিত। নারীদের ৩০ বছরের মধ্যে এবং পুরুষদের ৩৫ বছরের মধ্যে প্রথম সন্তান নিয়ে নেওয়া ভাল।