18 June 2024
BY- Aajtak Bangla
হেলমেট পরলে চুল ঝরে। টাক পড়ে। অনেকে বলেন, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা হেলমেট পরে থাকলে দ্রুত চুল পড়ে।
আসলে, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা হেলমেট পরে থাকলে মাথার ত্বকে ঘষা লাগে। ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়।
ঘণ্টার পর ঘণ্টা হেলমেট পরলে ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকিও বেড়ে যায়।
যদি বছরের পর বছর একটানা হেলমেট পরে থাকেন, তাহলে চুল কমে যাওয়া লক্ষ্য করেছেন। তবে চাইলে চুল পড়া রোধ করতে পারেন।
সেজন্য হেলমেট পরার সময় নিশ্চিত করুন আপনার চুল খুব শক্তভাবে যেন বাঁধা না থাকে।
হেলমেট পরার সময় সামনের দিকে কিছুটা উঁচু করে পিছনের দিকে চাপ দিন। তাহলে বাতাস খেলবে। চুল পরার সম্ভাবনা কমে যাবে।
আপনি যদি খুব ঘামেন তাহলে দিনে একবার বা দুবার অ্যান্টি-ব্যাকটেরিয়াল লিকুইড দিয়ে হেলমেট পরিষ্কার করুন। হেলমেটে যাতে আর্দ্রতা না থাকে তা নিশ্চিত করুন।
হেলমেট পরার ফলে নতুন চুল গজাতেও প্রভাব পড়ে। এমন পরিস্থিতিতে, সময় সময় আপনার চুলে ম্যাসাজ করা গুরুত্বপূর্ণ।
কারণ ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে যা নতুন চুল গজায়। তাই হেলমেট সব সময় পরিষ্কার করে পরুন।