11 July, 2024

BY- Aajtak Bangla

আচমকা রাস্তার কুকুর কামড়ালে, তৎক্ষণাৎ কী করবেন? জেনে রাখা জরুরি

সম্প্রতি রাস্তার কুকুরের সংখ্যা লাগামহীনভাবে বেড়েছে। প্রতিটি ওলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে কুকুর। রাতবিরেতে তাদের চিল চিৎকারে ঘুম ওড়ে এলাকাবাসীর।

তার থেকেও ভয়াবহ হল কুকুরের কামড়। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ তেড়ে আসা কুকুর বা সাইকেল, বাইক চালাতে গিয়ে কুকুরের তাড়া খেয়ে কামড়ের শিকার হয়েছেন অনেকেই।

আপনিও যদি এই পরিস্থিতির সম্মুখীন হন তাহলে সাবধান। জেনে রাখুন, হঠাৎ কুকুর কামড়ালে কী করবেন, তৎক্ষণাৎ কী করলে জলাতঙ্কের ভয় থাকবে না।

র‌্যাবিস বা জলাতঙ্কের কথা ভেবে ভীত হওয়ার কারণ কুকুরের আঁচড় বা কামড়। অনেকেই জানেন না কুকুর কামড়ালে কী করতে হয়। যা জানা জরুরি।

রাস্তার কুকুর আচমকা আচড় বা কামড় দিলে আক্রান্ত স্থানে ক্ষত ও রক্তপাতের তীব্রতা খেয়াল রাখুন। 

কুকুর কামড়ালে প্রথমে ক্ষতস্থান চেপে ধরে থাকুন যাতে রক্তপাত বন্ধ হয়।

আশেপাশে যেখান কল, ট্যাপকল বা জলের ধারা পাবেন সেখানে ১০ মিনিট ধরে ক্ষত পরিষ্কার করুন।

অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান বা ডেটল দিয়ে জায়গাটি পরিষ্কার করে নিন। এতে ক্ষতের জীবাণু পরিষ্কার হবে।

ক্ষতস্থানে কোনও অ্যান্টিবায়োটিক মলম লাগিয়ে জীবাণুমুক্ত গজ কাপড় দিয়ে ব্যান্ডেজ করে নিন। এরপর সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতাল বা চিকিৎসকের কাছে যান।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকা নিন। জলাতঙ্কের প্রতিটি টিকা নেওয়া গুরুত্বপূর্ণ।

তবে রাস্তার কুকুর মানেই সব কামড়ায় তা নয়। রাস্তায় কুকুরদের উত্যক্ত করবেন না, বা তাদের গায়ে যদি চোট লাগে, তারা আত্মরক্ষার জন্য পাল্টা কামড়াবেই। তবে পাড়ায় পাগল কুকুর থাকলে মিউনিসিপ্যালিটিতে খবর দিন।