BY- Aajtak Bangla

অসহ্য সুখ! এই তেলের ২ ফোঁটাতেই  খেলা শুরু! 

22 Jan, 2025

শীতকালে ত্বকের শুষ্কতা দূর করতে নানা পণ্য ব্যবহার করেন অনেকে। কেউ লোশন, কেউ পেট্রোলিয়াম জেলি, কেউ আবার শরণাপন্ন হন সর্ষের তেলের।

জেনে রাখুন এর উপকারিতাগুলো।

সর্ষের তেল অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এতে আছে ভিটামিন ই। আর এই ভিটামিন ত্বককে অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে রক্ষা করে এবং শীতেও ত্বকের স্বাস্থ্যে উজ্জ্বলতা আনতে সহায়তা করে।

সর্ষের তেল নিয়মিত মাথার ত্বকে ব্যবহার করলে শুষ্কতা, খুশকি ও চুল ভাঙার সমস্যা দূর হয়। শীতের শুষ্ক আবহাওয়ায় চুলকে পুষ্টি জোগায় এবং সুস্থ রাখে সর্ষের তেল।

সর্ষের তেলের উষ্ণতাদায়ক প্রভাব শরীরের নমনীয়তা বাড়ায় এবং পেশির ব্যথা দূর করে। বিশেষ করে শীতের সময় পেশির ব্যথা কমাতে অত্যন্ত কার্যকর।

সর্ষের তেল ত্বককে গভীরভাবে আর্দ্র করে বলে ত্বক থাকে কোমল ও মসৃণ। শীতে শুষ্ক ও ফেটে যাওয়া ত্বক সারিয়ে তুলতে কার্যকর।

সর্ষের তেল শীতের শুষ্কতাজনিত ত্বকের চুলকানি ও জ্বালাপোড়া কমাতে কার্যকর। শীতকালে ত্বকের চুলকানির প্রাকৃতিক সমাধান বলতে পারেন।

মৃত ত্বকের কোষ দূর করার বিশেষ উপাদানকে বলে ‘এক্সফোলিয়েটর’। শর্ষের তেল প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, ত্বকের মৃত কোষগুলো মৃদুভাবে সরিয়ে দেয়।

শর্ষের তেলে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। শীতকালে ত্বক শুষ্ক হয়ে গেলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। এই তেল ত্বককে সেই ঝুঁকি থেকে রক্ষা করে।