BY- Aajtak Bangla

জলের বোতলেই পুদিনা পাতা গজাবে, ঘরে চাষের নিনজা পদ্ধতি

7 APRIL, 2025

গরমে শরবতে পুদিনা পাতা মিশিয়ে দিলে স্বাদ বেড়ে যায় কয়েক গুণ।

পুদিনা পাতা

পুদিনা পাতা আমাদের শরীরের জন্য বেশ উপকারী। 

উপকারী

কিন্তু বাজারে সবসময় টাটকা পুদিনা পাতা পাওয়া যায় না। ঘরে সহজেই পুদিনা পাতার গাছ লাগাতে পারেন। রইল পদ্ধতি...

পুদিনার গাছ

একটি কাচ বা প্লাস্টিকের বোতলে জল ভরে তাতে পুদিনার কয়েকটি সতেজ ডাঁটা সুতো দিয়ে বেঁধে নিন।  .

বোতল

গাছের ডাঁটির কিছুটা অংশ জলে ডুবে থাকবে। পাতা ডাঁটির অনেকটা অংশ বাইরে থাকবে।

ডাঁটি

বোতলটি হাল্কা রোদে রাখতে হবে। ২-৩ দিন অন্তর জল পাল্টাতে হবে। দেখবেন, কয়েক দিন বাদেই শিকড় বাড়ছে। ডালপালা বেরোবে।

হাল্কা রোদ

পুদিনা গাছের ডাঁটিগুলি উপর থেকে ২ ইঞ্চি মাপে কেটে ফেলতে হবে। এতে গাছের বৃদ্ধি ভাল হবে।

গাছের বৃদ্ধি

গাছে ইউরিয়া সার অল্প পরিমাণে দিন। এতে গাছের বৃদ্ধি ভাল হবে।

সার

পোকার উপদ্রব কমাতে নিমতেল স্প্রে করতে হবে। এভাবেই ঘরে পাবেন পুদিনা পাতা।

পোকা