BY- Aajtak Bangla
1 May 2024
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়া কুঁচকে যায়। যা ঢাকতে অনেকেই নানা ফেসপ্যাক, প্রসাধনী ব্যবহার করেন।
তবে তারপরেও অনেকের চামড়া কুঁচকে যায়। শুধু তাই নয়, বাজারের নানা সামগ্রী ব্যবহারের ফলে ত্বকের বারোটাও বাজছে।
বিশেষজ্ঞদের মতে, পুদিনা পাতা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী।
ব্রণের সমস্যা দূর করতে পুদিনা পাতা কার্যকরী। এই পাতা মাখলে ব্রণ কমে যায়। .
পুদিনা পাতা বেটে মুখে লাগালে চামড়া টানটান হয়।
টোনার হিসাবেও দুর্দান্ত কাজ করে পুদিনা পাতা। ।
পুদিনা পাতা বেটে মুখে লাগালে ত্বকের ময়লা দূর হয়। ।
ত্বকে রক্ত সঞ্চালন এবং বার্ধক্য দূর করতে সাহায্য করে পুদিনা পাতা।