08 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

ঘষা-মাজা ছাড়াই ১০ সেকেন্ডে পরিষ্কার হবে পুজোর বাসন, বানিয়ে নিন এই 'জাদুকরী জল'

প্রত্যেকেই বাড়ির পুজোতে কাঁসা, তামা, স্টিল বা রুপোর বাসনও ব্যবহার করে থাকেন। কিন্তু কিছু সময় পরে, এই বাসনগুলির চকচকেভাব ম্লান হতে শুরু করে এবং কালো হয়ে যায়।

যদি পুজোর পাত্র পরিষ্কার করতে চান, তাহলে এমন এক জাদু জলের কথা জেনে নিন, যা ব্যবহার করে হাত ব্যবহার না করেই নোংরা কালো পুজোর পাত্রগুলি পরিষ্কার করে নতুনের মতো করে তুলতে পারবেন।

যদি পুজোর পাত্র পরিষ্কার করতে চান, তাহলে এমন এক জাদু জলের কথা জেনে নিন, যা ব্যবহার করে হাত ব্যবহার না করেই নোংরা কালো পুজোর পাত্রগুলি পরিষ্কার করে নতুনের মতো করে তুলতে পারবেন।

এত ঝামেলা-ঝক্কি ছাড়াই হাত না লাগিয়ে ঠাকুরের বাসন পরিষ্কার করে নিন।

এর জন্য একটি জাদুকরী জল বানিয়ে নিন। 

প্রথমে পরিষ্কার জল নিয়ে নিন। এর মধ্যে দিন ১ চামচ নুন। দোকান থেকে কিনে নিন নিম্বু সল্ট বা সাইট্রিক অ্যাসিড। ১০ টাকার এক কৌটেতে পাওয়া যায়। এটি পুরোটা জলে ঢেলে দিন।

এবার এক এক করে সব বাসন ডুবিয়ে রাখুন।

এবার স্কচ ব্রাইট দিয়ে হালকা ঘষলেই এক্কেবারে চকচক করবে। পরিষ্কার জলে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিন। 

প্রত্যেক সপ্তাহে একবার করে করলেই পুজোর বাসন চকচকে থাকবে। প্রদীপের তেল-কালি, ঘটের কালো দাগ কিচ্ছু থাকবে না।