2 April 2025

BY- Aajtak Bangla

বাড়ির টবেই সারাবছর হবে থোকা থোকা কুমড়ো, জানুন ট্রিকস 

ব্রকলি, লঙ্কা, টমেটো চাষ তো অনেকেই করে থাকেন। তবে বাড়ির টবেই ফলানো যায় কুমড়ো। খুব সামান্য খরচে ও কম পরিশ্রমে কুমড়ো ফলানো সম্ভব। 

ছোটো কুমড়ো হবে এমন চারা গাছ কিনুন। সেজন্য টব কিনতে হবে বড়।

কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে অনেকটা যায়, সেজন্য টব একটু বড় কিনতে হবে। না হলে গাছ বড় হলে সমস্যা বাড়বে।

টব না কিনে বড় মাপের কন্টেনারও কিনতে পারেন। কাজ একই হবে।

কুমড়ো বালি মাটির ফসল। সেজন্য এমন মাটি দিন যাতে জল না দাঁড়ায়। মাটির সঙ্গে সামান্য গোবর মিশিয়ে দিন। 

কুমড়োর চারা পোঁতার পর গাছে প্রতিদিন একবার করে জল দিন। তবে গোঁড়ায় জল যাতে না দাঁড়ায়। 

পর্যাপ্ত আলো ও বাতাস আসে এমন জায়গায় টব বা কন্টেনার রাখতে হবে। 

প্রতি ১৫ থেকে ২০ দিন অন্তর ইউরিয়া ও পটাস সার দিতে হবে গাছে। গাছে পোকা ধরলে বা পাতা হলুদ হতে শুরু করলে কীটনাশক দিতে হবে।

এভাবে যত্ন করলে ২ থেকে আড়াই মাস পরই গাছে কুমড়ো ধরবে। সারাবছর ফলন হবে।