BY: Aajtak Bangla 


তরতরিয়ে কমবে ওজন, কুমড়োর গুণ জানলে রোজ খাবেন

27 MARCH 2023

কমবে ওজন

কুমড়োয় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সহ অ্যান্টি-ডায়াবেটিক

Heading 3

রয়েছে অনেক উপাদান

এছাড়া ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, ফাইবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং জিঙ্ক রয়েছে।

কুমড়ো খান রোজ

ওজন কমানোর জন্য আপনার ডায়েটে কুমড়ো অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। 

ওজন কমায় দ্রুত

কুমড়োর কাণ্ডে ওজন প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা অতিরিক্ত চর্বি কমাতে কাজ করে।

ক্যান্সার প্রতিরোধ করে

কুমড়ো ক্যান্সারের জন্য কার্যকরী বলে প্রমাণিত। 

চোখ ভালো রাখে

চোখ ভালো করার পাশাপাশি কুমড়ো ছানির মতো বয়সজনিত চোখের রোগেও উপকারী।

কমবে হাঁপানি রোগও

হাঁপানি রোগেও নিয়মিত খেতে পারেন কুমড়ো। 

অবসাদ কমায়

যদি আপনি খুব চিন্তা বা অবসাদের মধ্যে রয়েছেন তাহলে ওষুধের বদলে কুমড়ো খান।

Pumpkin benefits: কুমড়োর নাম শুনলেই অনেকেই মুখ সরিয়ে নেন। প্রত্যেক বাড়িতেই কুমড়ো খাওয়া নিয়ে ঝামেলা হয়ে থাকে। কারণ অধিকাংশই এই কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না। যদিও কুমড়ো খাওয়ানোর একাধিক উপায় রয়েছে। তবে কুমড়োয় রয়েছে এমন কিছু পুষ্টিগুণ যা শরীরের একাধিক অংশের জন্য প্রয়োজনীয়।