BY- Aajtak Bangla

রোজ রাতে লাগান এই মিষ্টি বীজ, বুড়ো বয়সেও থাকবে কুচকুচে কালো চুল 

19 June  2024

ঘন কালো চুল সকলেই চান। মাথা ভর্তি কালো চুল থাকলে যে কারও সৌন্দর্য বেড়ে যায়।

বয়স হওয়ার সঙ্গে সঙ্গে চুল পড়ে যায় অনেকের। কারও আবার চুল পেকে যায়।

চুল কালো করতে তাই অনেকেই কলপ লাগান কিংবা অনেকে নানা শ্যাম্পু-তেল ব্যবহার করেন। তবে তার ফল দীর্ঘস্থায়ী হয় না।

বিশেষজ্ঞদের মতে, কুমড়োর বীজ চুলের জন্য খুবই উপকারী।

কুমড়োর বীজে রয়েছে জিঙ্ক, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। . .

কুমড়োর বীজে রয়েছে ভিটামিন এ, বি, সি। যা চুলে পুষ্টি জোগায়। . .

কুমড়োর বীজ মাথায় লাগালে নতুন চুল গজায়। কীভাবে ব্যবহার করবেন?   . .

 একটি পাত্রে নারকেল তেল নিয়ে গরম করুন। তাতে কুমড়োর বীজ মেশান।

তারপরে তেল ঠান্ডা করে রোজ রাতে মাথায় লাগালে কালো কুচকুচে চুল থাকবে।