11 February 2024
BY- Aajtak Bangla
হিন্দুধর্মে ১৮টি মহাপুরাণ রয়েছে, তারমধ্যে অন্যতম হল গরুঢ় পুরাণ।
বিষ্ণুর বাহন গরুঢ়ের নামে এই পুরাণে বিষ্ণু গরুড়কে যে জ্ঞান দিয়েছিলেন তারই উল্লেখ রয়েছে।
মহিলাদের নিয়েও এই পুরাণে উল্লেখ রয়েছে, মহিলারা কী কী করলে সংসার ধ্বংস হয় তাও বলা আছে।
গরুঢ় পুরাণ মতে, যদি কোনও মহিলা অন্যের বাড়িতে বেশিদিন থাকেন তাহলে সংসারে অশান্তি হয়।
যদি কোনও মহিলা অতিথিকে অসম্মান করে, তাহলে সংসারে অমঙ্গল হয়, ধ্বংস নেমে আসে।
কোনও মহিলা স্বামীকে ছেড়ে দীর্ঘদিন বাইরে থাকলে সেই সংসারে অশান্তি আসতে বাধ্য।
মহিলাদের কখনও একা শুনশান জায়গাতে যাওয়া উচিত নয়, তাতে বিপদ আসে।
যে মহিলা কম সম্পদে সংসার চালান, তাঁকে পুণ্যবান বলে মনে করা হয়।
যে মহিলা সঞ্চয় করতে পারেন, সন্তানদের লালন-পালনে জোর দেন তাঁদের প্রতি দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন।