14 April, 2024
BY- Aajtak Bangla
সোনা কমবেশি সবাই ব্যবহার করেন। কেউ বেশি পরেন আবার কেউ কম পরেন। তবে অল্প সোনা হলেও থাকে প্রায় সবার কাছে।
বিশেষ করে মহিলাদের চুড়ি, গলার চেন, কান ও নাকে সোনা পরার চল রয়েছে। তবে সেই সোনা কি আদৌ আসন। খাঁটি তো?
আপনি যে সোনা পরছেন তা আসল না নকল জানা যাবে বাড়িতে বসেই। সেজন্য আপনাকে দোকানেও যেতে হবে না। কীভাবে জানবেন?
সেজন্য আপনার বাড়িতে সাদা ভিনিগার থাকলেই চলবে। এক দু ফোঁটা ভিনিগার দিয়ে সোনার গয়না সেখানে ঠেকান। যদি দেখেন সোনার রঙ বদলে গেল, তাহলে জানবেন সোনা নকল।
নাইট্রিক অ্যাসিডেও পরীক্ষা করা যাবে সোনা। গয়না অথবা সোনার কয়েন থেকে সামান্য একটু অংশ ঘষে তার মধ্যে খুব সামান্য নাইট্রিক অ্যাসিড দিন। যদি সোনার রং পরিবর্তিত না হয় তাহলে জানবেন, সোনা আসল।
জলেও সোনা পরীক্ষা করা যায়। এটাও খুব সহজ পদ্বতি। তাতে কিনে আনা সোনার গয়না ফেলে দেখুন তা ভাসছে কিনা। যদি ভাসে তা হলে বুঝতে হবে সেটা নকল।
চুম্বক দিয়েও সোনা পরীক্ষা করা যায়। চুম্বকটি সোনার একটু দূরে রাখুন। সোনা যদি আকৃষ্ট হয়ে চুম্বকের কাছে চলে আসে তাহলে জানবেন সেই সোনা নকল।
চিনামাটির প্লেট দিয়েও সোনা পরীক্ষা করা যায়। এর উপর সোনার গয়না বা কয়েন ঘষুন। যদি দেখেন প্লেটের উপর কালচে দাগ পড়ছে তাহলে বুঝবেন সোনা কিনে ঠকেছেন।