5 June 23

BY- Aajtak Bangla

কবে এবারের রথযাত্রা?  জানুন শুভ সময়

জগন্নাথের রথযাত্রা  প্রতি বছর ওড়িশার পুরীতে বের হয়।

 জগন্নাথ রথযাত্রা রথ মহোৎসব বা দশাবতার নামেও পরিচিত।

এতে অংশ নিতে শুধু দেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পুরীতে আসেন।

প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা বের হয়।

এবার ১৯  জুন সকাল ১১:২৫ মিনিটে  তিথি শুরু হবে এবং ২০ জুন দুপুর ১:০৭ মিনিটে  শেষ হবে।

 তবে উদয়তিথি অনুসারে, ২০ জুন ২০২৩ তারিখে রথযাত্রা উৎসব পালিত হবে।  যাত্রা শেষ হবে ২১শে জুন।

পৌরাণিক বিশ্বাস রথযাত্রায় অংশগ্রহণকারী ভক্তরা সৌভাগ্য ও আশীর্বাদ ধন্য হন।

 রথযাত্রা ঘিরে  পুরীতে আচার অনুষ্ঠান ও হই-হুল্লোড় চলে টানা ১০ দিন ধরে।