5 June 23
BY- Aajtak Bangla
জগন্নাথ রথযাত্রা রথ মহোৎসব বা দশাবতার নামেও পরিচিত।
প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা বের হয়।
এবার ১৯ জুন সকাল ১১:২৫ মিনিটে তিথি শুরু হবে এবং ২০ জুন দুপুর ১:০৭ মিনিটে শেষ হবে।
তবে উদয়তিথি অনুসারে, ২০ জুন ২০২৩ তারিখে রথযাত্রা উৎসব পালিত হবে। যাত্রা শেষ হবে ২১শে জুন।
পৌরাণিক বিশ্বাস রথযাত্রায় অংশগ্রহণকারী ভক্তরা সৌভাগ্য ও আশীর্বাদ ধন্য হন।
রথযাত্রা ঘিরে পুরীতে আচার অনুষ্ঠান ও হই-হুল্লোড় চলে টানা ১০ দিন ধরে।