BY- Aajtak Bangla

পুরীর নতুন আকর্ষণ, ঘুরে আসুন এই ৩ জায়গায়, একদম সস্তায় 

17 July  2024

বাঙালির কাছেপিঠে ঘোরার জায়গারপ মধ্যে পুরী বরাবরই পছন্দের। 

পুরীর সঙ্গে বাঙালির আবেগ জুড়ে রয়েছে সেই কবে থেকে। 

পুরী মানেই সমুদ্র আর জগন্নাথ মন্দির। মূলত এই দুই টানেই যান বাঙালিরা।

তবে এর বাইরেও পুরীতে দেখার দারুণ জায়গা রয়েছে। তা-ও আবার একেবারে সস্তায়।

সমুদ্র অনেকরই প্রিয়। পুরীর সমুদ্র সৈকতে ভিড়ে ঠাসা থাকে। তাই একটু নিরিবিলিতে যদি সময় কাটাতে চান, তা হলে যেতে পারেন গোল্ডেন বিচে।

এই বিচ দেখে বোঝার উপায় নেই, এটা পুরী না গোয়া। মাত্র ২০ টাকায় দারুণ উপভোগ করতে পারেন গোল্ডেন বিচের সৌন্দর্য।

 ঘুরে আসতে পারেন শিল্পীদের গ্রাম রঘুরাজপুরে। গ্রামের প্রতিটি পরিবার এখানে পটচিত্র আঁকেন।

গ্রামের সব বাড়ির দেওয়ালে কারুকাজ করা। দেখলে চোখ জুড়িয়ে যাবে।

ঘুরে আসতে পারেন আরও এক শিল্পী গ্রামে, যার নাম পিপলি। এই গ্রামে হাতের কাজের রকমারি সব জিনিস পাওয়া যায়।