28 MAY, 2025
BY- Aajtak Bangla
বহু বাঙালিরই প্রিয় ট্রাভেল ডেস্টিনেশনের তালিকায় নাম আসে ওড়িশার পুরীর।
অনেকেই আছেন যারা ফি বছর পুজো দিতে যান জগন্নাথদেবের কাছে।
হাতে ৩ দিন ছুটি থাকলেই হল, ঘুরতে যাওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কী বা হতে পারে।
পূরীর সমুদ্র তটে প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে পছন্দ করেন অনেকেই।
কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, পুরীর সমুদ্রের ঠিক উলটো দিকে কোন দেশ?
বঙ্গোপসাগরের একটি সৈকত এই পুরী। তবে অনেকেই জানেন না, উলটো দিকে আসলেই কী আছে।
পুরীর সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর গিয়ে মিশেছে ভারত মহাসাগরে।
পুরীর সমুদ্রের ওপারে যে দেশ বা মহাদেশ রয়েছে তা হল বরফে ঘেরা আন্টার্টিকা মহাদেশ।
অর্থাৎ, পেঙ্গুইনদের বাড়ির ঠিক উলটো ধারেই জগন্নাথ দেবের মন্দির। যদিও মাঝের দূরত্ব অপরিসীম।