20 September, 2024

BY- Aajtak Bangla

ডার্ক সার্কেল? আমন্ডের এই টোটকায় পুজোর আগেই ছুমন্তর হবে 

চোখের নীচে ডার্ক সার্কেল সহজে যায় না। দেখতে খারাপ লাগে।  

আমন্ড দিয়েই চিরতরে দূর হতে পারে চোখের কালো দাগ। কীভাবে

আমন্ড ত্বককে হাইড্রেট করে। বাড়ায় কোলাজেন। চোখের নীচের কালো দাগ কমায়। 

ভিটামিন কে ত্বককে পরিষ্কার করে। ডার্ক সার্কেল বেশি কালো দেখায় না।

কীভাবে আমন্ড দিয়ে তৈরি করবেন ডার্ক সার্কেলের ঔষধি। জেনে নিন।

কয়েকটি আমন্ড নিয়ে ৬ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন।

শিলনোড়া পরিষ্কার করে অ্যালোভেরা জেল নিন। এতে আমন্ড দিয়ে পিষুন।

এই মিশ্রণে দিন সামান্য মধু আর ভিটামিন ই ক্যাপসুল।

ফ্রিজে রেখে দিন এই মিশ্রণ। অনেক দিন থাকে।

প্রতি রাতে এই চোখে লাগিয়ে রাখুন। ১ মাসেই ফারাক বুঝতে পারবেন।