30 AUGUST 2025
BY- Aajtak Bangla
কোচিপতি হতে লবঙ্গ ঘরের বিশেষ জায়গায় রাখলে টাকা গাছ হবে। বলছে বাস্তু।
ঘরে যেকোনও কিছু রাখার সময় বাস্তুর কোন নিয়ম মাথায় রাখতে হবে। এই নিয়মগুলি না মানলে বাস্তু দোষের সমস্যা হতে পারে।
দরজায় লবঙ্গ রাখলে ঘরে সুখ বজায় থাকে। এছাড়া কোনও কাজে ঘরের বাইরে বের হলে দরজায় লবঙ্গ রাখুন।
নেতিবাচক শক্তির সম্মুখীন হন তবে দরজায় ২টি লবঙ্গ রাখুন। এটি করলে ঘরে পজিটিভ এনার্জি সঞ্চালিত হয়।
বাড়ির মূল প্রবেশদ্বারে লবঙ্গ রাখলে ঘরোয়া ঝামেলা দূর হয়। এর পাশাপাশি পরিবারে সুখ-সমৃদ্ধি আসে এবং সদস্যদের উন্নতি হয়।
কোনও গুরুত্বপূর্ণ কারণে বাইরে বের হলে দরজায় ২টি লবঙ্গ রাখুন। এতে কর্মে সফলতা পাওয়া যায় এমনকি নষ্ট কাজও সম্পন্ন হতে থাকে।
যদি অর্থের অভাবের সম্মুখীন হন তবে দরজায় লবঙ্গ রাখুন। এছাড়া লাল কাপড়ে মুড়িয়ে সেলফের মধ্যেও রাখতে পারেন। এতে আর্থিক অবস্থার উন্নতি হয়।
ঘরে খারাপ দৃষ্টি যাতে না পড়ে সে জন্য লবঙ্গ কর্পূর দিয়ে পোড়াতে হবে। এতে ঘরে সুখ বজায় থাকে।