20 April 2025
BY- Aajtak Bangla
ধন-সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণের জন্য ঘুমের অনেক অবদান রয়েছে। সেই সঙ্গে মেনে চলতে হবে বেশ কিছু কৌশল।
রাশিতে রাহু দোষ থাকলে রাতে বালিশের নীচে মুঠো মৌরি রেখে দিতে হবে। দেরি না করে আজ রাত থেকেই রাখার অভ্যাস করে নেওয়া ভালো।
এই প্রতিকার মেনে চললে রাহুর অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব। ঘুম ভাল হবে।
বালিশের নিচে মৌরি রাখলে দুঃস্বপ্নও কেটে যায়। ঘুম ভালো হলে মানসিক স্বাস্থ্যও থাকে সুস্থ। সেই সঙ্গে আর্থিক সঙ্কটও কাটবে।
যারা ধার দেনায় ভুগছেন তাদের জন্য মৌরি খুব উপকারী। মৌরি মানসিক শান্তি আনে। সমৃদ্ধ করে।
এছাড়াও আর্থিক সঙ্কট থেকে মুক্তির জন্য বালিশের তলায় এলাচ নিয়ে ঘুমোতে পারেন।
ঘুমোনোর সময় তামার পাত্র নিয়ে তাতে জল ভরে রাখুন। তাহলে অশুভ শক্তি কাছে ঘেঁষতে পারবে না।
ঘুমানোর সময় বালিশের নীচে ছুরি, কাঁচি বা যে কোনও লোহার জিনিস রাখুন। এমনটা করলে ভীতিকর স্বপ্ন আর আসবে না।