5 November, 2024
BY- Aajtak Bangla
গোলাপ ফুল কার না ভাল লাগে!
শীতে বাড়িতেই ফোটান রংবেরঙের গোলাপ।
গোলাপের ডাল কেটেই বাড়িতে বানাতে পারেন আস্ত বাগান।
শুরুতে একটি টবে শুকনো মাটি ও গোবর সার নিন।
মাটি যেন আলগা ও ঝুরঝুরে থাকে। ইট বা ঢেলা থাকলে সরিয়ে দিন।
গোলাপ গাছ থেকে একটি ডাল কেটে নীচের দিক ভাল করে ছেঁচে নিন। অন্তত তিন সেন্টিমিটার।
এরপর একটি আলুতে ঢুকিয়ে দিন ওই ডাল।
সেই আলু মাটির টবে গেঁথে দিন। তার উপরে মাটি চাপা দিন।
এবার পাশেই জলের বোতল কেটে উল্টো দিক মাটিতে গুঁজে দিন। তাতে মাঝে মধ্যে জল দিন।
মাসখানেকের মধ্যেই এই ডালে পাতা গজাবে। তার পর এক মাসেই মধ্যেই আসবে ফুল।