BY- Aajtak Bangla

কাগজে মুড়ে পকেটে রাখুন একটু মাটি, ভাগ্য বদলাবে

24 July 2024

মাটিকে মায়ের সঙ্গে তুলনা করা হয়। বাস্তুমতেও সঙ্গে মাটি রাখা খুব শুভ বলে বিবেচনা করা হয়। 

সেজন্য ছেলে হোক বা মেয়ে সঙ্গে একটু মাটি রাখলেই হবে। এতে ভাগ্য বদলাবে। খুশি হবেন মা লক্ষ্মী। 

আসলে বাস্তুর সঙ্গে মাটির সম্পর্ক রয়েছে। যে বাড়িতে থাকেন সেই বাড়ির মাটি পকেটে রাখুন। 

যদি নিজের বাড়ি না থাকে সেক্ষেত্রে যে জায়গায় থাকেন সেই এলাকার মাটি পকেটে রাখুন। 

বৃহস্পতিবার স্নান করে একটি সাদা কাগজে মাটি ভরে তা পকেটে রাখুন। এভাবে পরপর তিনটি বৃহস্পতিবার মাটি রাখুন।  .

সারাদিন সেই মাটি পকেটে রাখার পর বাড়ি ফেরার পর সেই মাটি নদি বা পুকুরে ফেলে দিন।   . .

তবে কখনও চুনজাতীয় সাদা মাটি সঙ্গে রাখবেন না। তাহলে আপনার ক্ষতি হবে।    . .

যারা ব্যবসা করতে চান, চাকরি ক্ষেত্রে উন্নতি করতে চান তাঁরা মাটির বদলে একই উপায়ে হলুদ রাখতে পারেন। 

আর যদি আপনার উপর অশুভ শক্তির ছায়া থাকে তাহলে পকেটে লোহা রাখুন। তাতে ভয় দূর হবে। ভাগ্য বদলাবে।