26 MAY 2025

BY- Aajtak Bangla

ঘুরবে ভাগ্যের চাকা, ঘরে রাখুন এই জন্তুদের ছবি

বাড়িতে কয়েকটি পশুর ছবি ঝোলালে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জেনে নিন তালিকায় কী কী?

পারিবারিক সমস্যা, দাম্পত্য কলহ, আর্থিক অনটন দূর হতে পারে ঘরের নির্দিষ্ট অংশে কিছু জন্তুর ছবি ঝোলালে। 

দাম্পত্য কলহ থেকে বাঁচতে বাড়িতে লাগান জোড়া হাতির ছবি। 

সুখ-সমৃদ্ধি বৃদ্ধি করতে চাইলে গোরুর ছবি লাগাতে পারেন। 

আর্থিক ভাবে লাভবান হতে চাইলে মাছের ছবি লাগান বাড়িতে।

মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে বাড়িতে কচ্ছপের ছবি লাগান।

রাজহাঁসের ছবি ঘরে রাখা অত্যন্ত শুভ । সুখ-সমৃদ্ধি, টাকা-পয়সা উপচে পড়বে। 

সন্তানের সঙ্গে বাবা-মায়ের সম্পর্ক ঠিকঠাক রাখতে একটা গোরু তাঁর সন্তানকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই ধরনের ছবি রাখুন।