15 MAY 2025

BY- Aajtak Bangla

জবা গাছের গোড়ায় দিন এই 'কালো' জিনিস, ফুলের অভাব হবে না

জবা গাছে প্রচুর ফুল পাবেন। এত ফুল যে শেষ হবে না।  

তীব্র গরমে জবা ফুল গাছ শুকিয়ে যায়। পাতা হলুদ হয়ে যায়। ফলন কমে যায়। গাছে ফুল কম আসে।

তবে চিন্তা নেই, চাষের এমন একটা ট্রিক শিখে নিন যাতে ফুলে ফুলে ভরে থাকে গাছ।

জবা গাছে পেঁয়াজের খোসার সার দিন।

কলার খোসার সারও দিতে পারেন জবা গাছে।

অগুন্তি জবা ফুল চাইলে এক ভাগ উর্বর মাটি, এক ভাগ ভার্মিকম্পোস্ট (কালো সার), আর এক ভাগ বালি ভালো করে মিশিয়ে সেই মাটি টবে দিন। তারপর গাছটি বসিয়ে চারপাশ দিয়ে হাতে চাপ দিয়ে মাটি বসিয়ে দিন এবং একটা মগ দিয়ে জল দিন। ১৫ দিন অন্তর এটি করলে জবা গাছ উপচে পড়বে।

গাছ লাগানোর পর পরই কড়া রোদে রাখবেন না।

কিছু দিন ছায়ায় রেখে তারপরই রোদে রাখুন জবার চারাগাছ।

সোজা রাখার জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করতে পারেন।