ট্যাঙ্কের ময়লা গিলে খায় এই 'কাঠ', জলে ফেললে ১০০ বছর পরিষ্কার থাকবে

20 MARCH 2025

BY- Aajtak Bangla

অপরিষ্কার ট্যাঙ্কের জল বারবার পরিষ্কার করার ঝামেলা নেই। যদি ট্যাঙ্কে ফেলে রাখেন এই এক গাছের কাঠ।

ট্যাঙ্কের জল পরিষ্কার

দীর্ঘদিন ধরে জলের ট্যাঙ্কে শ্যাওলা, ব্যাকটেরিয়া জন্ম দেয়। শ্যাওলা দূষিত জল ব্যবহার করলে অনেকরকম স্বাস্থ্য সমস্যা হতে পারে। ত্বকের সমস্যাও হতে পারে।

ট্যাঙ্কে শ্যাওলা

তবে কিছু সহজ পদ্ধতি মেনে চললে ট্যাঙ্ক পরিষ্কার করার সমস্যা মিটে যাবে।

ট্যাঙ্ক পরিষ্কার

যদি এই কাঠের টুকরোটি ট্যাঙ্কে রাখেন, তাহলে প্রায় ১০০ বছর ট্যাঙ্ক পরিষ্কার করার দরকার পড়বে না। জলে পোকামাকড়, শ্যাওলা হবে না।

কাঠটি ট্যাঙ্কে রাখুন

এটি হল ভায়োলেট উড বা পার্পল হার্ট। এটি হল জাম গাছের কাঠ। এটি জল বিশুদ্ধ ও পরিষ্কার রাখতে ব্যবহার করা হয়।

জাম কাঠ

শুধু তাই নয়, জলে রাসায়নিক থাকলে তাও পরিশোধ করে দেবে।

রাসায়নিক পরিশোধ করবে

এই কাঠটি জোগাড় করে ভালো করে ধুইয়ে ট্যাঙ্কের ভেতরে ফেলে রাখুন। যেকোনও কাঠ মিস্ত্রির কাছ থেকে পেয়ে যাবেন।

কাঠ মিস্ত্রি