BY- Aajtak Bangla
8 November, 2023
উচ্চ আত্মসম্মানবোধ সম্পন্ন নারীর প্রতি পুরুষরা আকর্ষণ বোধ করেন। একজন আত্মবিশ্বাসী নারী স্বাধীন ও জীবনের যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারেন।
সবসময় যে পুরুষ সঙ্গীর ওপরই নারী নির্ভর করবেন তা কিন্তু নয়, পুরুষরাও চান সঙ্গীর ওপর নির্ভরশীল হতে এবং নিরাপদ বোধ করতে।
একসঙ্গে থাকতে হলে দুজন মানুষকেই হতে হবে ফ্যাশন সচেতন। তবে আপনার এই দিকটি পুরুষকে আকৃষ্ট করবে বেশি।
একজন ফ্যাশন সচেতন নারী আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।
পুরুষ হোক বা নারী সবসময় হাসিখুশি থাকলে মন ভালো থাকে। তাই পুরুষরা হাসিখুশি নারীদের প্রতি মুগ্ধ হন।
আর্থিকভাবে সুরক্ষিত ও পেশাগতভাবে সফল নারীরা পুরুষদের কাছে বেশি আবেদনময়ী। এটি তাদের সন্তুষ্টি প্রদান করে যে তাদের সঙ্গী শুধুমাত্র অর্থের প্রয়োজনে তার কাছে থাকছে না।
যেসব নারীদের অভিযোগ করার অভ্যাস কম থাকে, তাদের প্রতি পুরুষরা বেশি আকৃষ্ট হন।
সমাজ-রাজনীতি ও অর্থনীতির বিষয়েই যে নারীরা কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের প্রতিও পুরুষরা আকৃষ্ট হন।