BY- Aajtak Bangla
1st May, 2024
অনেকেই রয়েছে যাঁরা লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী।
বাড়ির পছন্দ করা ছেলে বা মেয়ের সঙ্গেই সারাজীবন কাটাতে অনেকেই রাজি হয়ে যান।
কিন্তু দেখাশোনা করে বিয়ের ক্ষেত্রে পরস্পরকে চিনতে, বুঝতে অনেকটাই সময় লাগে। তাই সম্বন্ধ করে বিয়ের ক্ষেত্রে পার্টনারকে যে প্রশ্ন অবশ্যই করা উচিত।
বিয়ের পরও মা-বাবাকে অর্থনৈতিক সহায়তা দেওয়া নিয়ে ছেলের সঙ্গে কথা বলে নিন আগে থেকে। এইসব বিষয় নিয়ে আগে থেকে স্বচ্ছতা থাকা ভাল।
পরিবারের চাপে বিয়ে করছেন কিনা, সেটা উভয় পক্ষেরই জানা দরকার। তাই সেই বিষয়েও কথা বলে নিন।
একে-অপরের রোজকার অভ্যাস, দৈনন্দিন জীবন যাত্রা, পছন্দ-অপছন্দ সব জেনে নিন। হ্যাঁ, একবারে জানা হয়ত সম্ভব নয়।
আয়-ব্যয়, ঋণ আছে কিনা সেটাও আগে জানা খুব জরুরি। মেয়ে যদি বিয়ের পর চাকরি করতে চায় সেটাও আগে থেকে জানা উচিত।
ধর্মীয় আচার-আচরণ কতটা মানেন সামনের জন, জেনে নিন আগে থাকতে।
বিয়ে মানেই ভবিষ্যতের ভাবনা, সন্তান নেওয়ার পরিকল্পননা নিয়েও কথা বলুন।