20 July 2025

BY- Aajtak Bangla

পেটে যখন-তখন গ্যাস হচ্ছে, নিমেষে কীভাবে মুক্তি?

লাইফ স্টাইলের কারণে সাধারণ মানুষের রোগ বাড়ছে। বিশেষ করে গ্যাসের সমস্যা তো এখন আকছার।

লাইফস্টাইল 

যে কোনও বয়সের ছেলে-মেয়েদের গ্যাস, অম্বলের সমস্যা দেখা যায়। এতে শরীরের দীর্ঘমেয়াদি সমস্য়া তৈরি হয়।

বাড়ছে অম্বল 

এই সমস্যার সমাধানে অনেকে ডাক্তার দেখান, কেউ আবার হোমিওপ্যাথি খান। তবে বেশ কতগুলো নিয়ম মেনে চললে সহজেই গ্যাস-অম্বল থেকে সমাধান পাওয়া যায়।

কীভাবে মুক্তি

পেটকে গ্যাস মুক্ত করতে জোয়ান খুব ভালো ওষুধ। সারারাত জোয়ান ভিজিয়ে রেখে তা সকালে খালি পেটে খান। গ্যাস হবে না।

জোয়ান 

লবঙ্গ হজম ক্ষমতা বাড়ায়। প্রতিদিন খালিপেটে লবঙ্গ খেলে পেট ফাঁপার সমস্যা দূর হয়। 

লবঙ্গ 

কলাও খুব উপকারী। অম্বল বা গ্যাস হলে পাকা কলা খেতে পারেন। তাহলে উপকার মিলবে। 

কলা 

জিরের জলও গ্যাস ও অম্বল দূর করে। সারারাত জিরে ভিজিয়ে রেখে তার জল সকালে খান। খালি পেটে খেতে হবে।

জিরের জল 

গ্যাস অনুভূত হলে ছোটো এলাচ গুঁড়ো করে গরম জলে নিয়ে ফুটিয়ে নিন। তা পান করুন।

এলাচ 

অ্যাসিড দূর করে আদা। অ্যাসিড হলে আদা চিবোন। নুন দিয়ে আদা চিবোলে ম্যাজিকের মতো কাজ করবে।  

আদা